বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভেড়ামারার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা মডেল একাডের্মীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। অভিভাবকদের উদ্দ্যেশ করে তিনি বলেছেন, আজকের শিশুই হবে আগামী দিনের কান্ডারী। আলোকিত মানুষ। বিশ্বের দরবারেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তিনি বলেন, প্রত্যেক পিতা মাতার উচিত নিজ সন্তান কে ঈর্ষান্বিত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। এজন্য শিক্ষকদের চেয়ে অভিভাবকদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। কারণ একজন মা’ই শিশুর আদর্শ শিক্ষক। টিভি সিরিয়ালে সময় না কাটিয়ে শিশুদের কে মনোযোগ দিয়ে লেখাপড়া করানোর জন্য তিনি সকল অভিভাবকদের প্রতি আহবান জানান।
প্রতিভা মডেল একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল হামিদ রতন এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাংবাদিক ফিরোজ মাহমুদের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান আরা, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিভা মডেল একাডেমি স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহ্ জামাল। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়। ক্ষুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য এবং সঙ্গীত অতিথিদের মুগ্ধ করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ৩১ জন কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মামনা কেষ্ট, সনদপত্র এবং নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। এবছর ৩০ জন শিক্ষার্থী প্রতিভা মডেল একাডেমি স্কুল থেকে ৫মশ্রেনীর পরীক্ষায় অংশ নিচেছ।