ভেড়ামারায় উপজেলা পরিষদ চত্তরে দুই দিনব্যাপী আয়কর মেলা’ ২০১৯ এর উদ্বোধন করেছেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আক্তারুজ্জামান মিঠু। শুক্রবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তিনি আয়কর মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। খুলনা অঞ্চলের ভেড়ামারা-২২ সার্কেলের উপ কর কমিশনার মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়কর মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা। উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার সেকেন্ড কর্মকর্তা এসআই রিফাজ উদ্দীন, ভেড়ামারা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক রাজা, বিজেএম কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দীন প্রমুখ। অন্ষ্ঠুানটি পরিচালনা করেন বিশিষ্ট আয়কর আইনজীবী সাংবাদিক এ্যাড. মনির উদ্দীন মনির।