কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্টুডেন্ট কেয়ার হাইস্কুলের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্টুডেন্ট হাইস্কুলের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও পরীক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এসব বিতরণ করেন প্রদান অতিথি অধ্যক্ষ হোসেন আলী, স্টুডেন্ট হাইস্কুলের পরিচালক মমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আতাউর রহমান বাদলসহ অতিথি আদম আলী, মিজানুর রহমান সুমন, আনোয়ারুল প্রমূখ।
পরে পরীক্ষার্থী বেলাল হোসেন, আরিফ ইসলাম, মেজবাইল আলম বাঁধন ও আল-আমিনের পক্ষ থেকে স্টুডেন্ট কেয়ার হাইস্কুলে ওয়ালমেট ও শিক্ষকদের জন্য পাঞ্জাবী উপহার দেয়া হয়।