খুলনার পাইকগাছায় ভিজিডি তালিকাভুক্ত এক দলিতসহ ৫ অসহায় দরিদ্র পরিবার ১১ মাস সুবিধা বঞ্চিত হচ্ছেন। এ সুবিধা বঞ্চিতদের বাড়ি উপজেলার হরিঢালী ইউনিয়নের দেয়াড়া, উলুডাঙ্গা ও রহিমপুর গ্রামে। ঠিক কি কারণে এই ৫ মহিলা ভিজিডির আওতায় সুবিধা পাচ্ছেন না তার কোনো সঠিক উত্তর মিলছে না। এমনকি ১১ মাস ধরে ৫ পরিবারের পরিবার প্রতি ৩০ কেজি চালের কোনো হদিস নেই।
গত ১১ নভেম্বর ভূক্তভোগিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক লিখিত অভিযোগ দিয়েছেন। ২০১৯-২০ অর্থ বছরের ভিজিডি সুবিধা বঞ্চিতরা হলেন, হরিঢালী ইউপির রহিমপুর, দেয়াড়া, উলুডাঙ্গা ফকিরপাড়ার মনোয়ারা বেগম, দে পাড়ার শিউলী রানী দে, দাশ পাড়ার টুম্পা দাশ, বিশ্বাস পাড়ার কাগজী দে ও সরদার পাড়ার যমুনা বেগম। তারা লিখিত অভিযোগে জানান, ভিজিডি কার্ডের আওতায় দারিদ্র বিমোচনে গত বছর ১৩ ডিসেম্বর তালিকা চুড়ান্ত করে স্বাক্ষর প্রদান করেন হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও সচিব। সর্বশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় চুড়ান্ত এ তালিকায় স্বাক্ষর করেন। সে মতে ওই ওয়ার্ডে মোট ২১জন সুবিধাভোগীর তালিকা চুড়ান্ত করা হয়।
অথচ দীর্ঘ ১০ মাস যাবৎ উল্লখ্য ৫ পরিবারের মাঝে কোনো ভিজিডি চাল দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন মানুষের কাছে ধর্ণা দিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে গত ১১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ইউপি সদস্য রোকনুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগিরা।
ইউপি সদস্য রোকনুজ্জামান এফএনএসকে জানান, চুড়ান্ত তালিকায় নাম থাকলেও অনলাইনে বাদ পড়ার কারণে এমনটি হয়েছে। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান উপজেলার রেজুলেশানের মাধ্যমে সংশোধন করেন। চুড়ান্ত তালিকার বাইরে রেজুলেশান করে নাম দেওয়া যায় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা চেয়ারম্যান বলতে পারবেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের সচিব মো. সিরাজ উদ্দিন এফএনএসকে জানান, বিষয়টি অনাকাঙ্খিত। তবে প্রতিটা ইউনিয়নে একজন ট্যাগ কর্মকর্তা থাকা সত্ত্বেও এমনটি কেন হলো বুঝতে পারছি না। তবে ইউএনও স্যারের নিকট তারা অভিযোগ করার পর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে বিগত মহিলা বিষয়ক কর্মকর্তা ভাল বলতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।