বকশীগঞ্জে সমাজসেবা সংগঠনের উদ্যোগে হতদরিদ্র ৫ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের চরকাউরিয়া খামারপাড়া উচ্চবিদ্যালয় মাঠে সমাজসেবা সংগঠন ও ফেইসবুক ফ্রেন্ডসার্কেল কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করে।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সমাজসেবক ফখরুজ্জামান মতিন। সমাজসেবা সংগঠনের সভাপতি সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে ব্যবসায়ী ও সমাজসেবক নিপা বেগম, পৌর কাউন্সিলর হারুনুর রশিদ,ব্যবসায়ী ফরহাদ হোসেন মনির,সমাজসেবা সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আহাম্মেদ,সদস্য আল আমিন, রাইসাল,রাজিম, মামুনসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।