রাজবাড়ী জেলা সদরের বাগমারা এলাকায় রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে অভিযান চালিয়ে ৯০০ (নয়শত) বোতল ফেন্সিডিল সহ মোঃ ইয়াছিন আলী রানা (২৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা সদরের বাগমারা সাগর এগ্রো ফুড লিঃ এর গেইটের সামনে থেকে তাকে আটক করে ডিবি।
আটককৃত ইয়াছিন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গোকুলখালী ভালাইপুর গ্রামের আঃ রশিদ মোল্লার ছেলে।
শুক্রবার বেলা ১১টায় জেলা ডিবি পুলিশের কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ ওমর শরীফ সাংবাদিকদের জানান, পুলিশ সুপার মিজানুর রহমান স্যারের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) ফজলুল করিম স্যারের সার্বিক তত্বাবধায়নে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী কুষ্টিয়া মহা সড়কের বাগমারা সাগর এগ্রো ফুড লিঃ এর গেইটের সামনে একটি যানবাহনে অভিযান চালিয়ে বস্তার মধ্যে লুকিয়ে রাখা ৯শত বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশী অভিযান চলমান থাকবে।