আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে নব নির্বাচিত ইউপি সদস্যকে শফত বাক্য পাঠ করান হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুল্যা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে উপ-নির্বাচনে আলহাজ¦ আবদুল মাজেদ গাজী ইউপি সদস্য হিসাবে পুনঃ নির্বাচিত হয়েছেন। তিনি ইতঃপূর্বে ২০০৩ সালে ১ম বার সদস্য নির্বাচিত হন। এরপর একাধারে আরও দু’বার মেম্বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালনে সুনাম ও সুখ্যাতির অধিকারী হন। তারই বহিঃপ্রকাশ হিসাবে তিনি উপনির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছেন।