কুষ্টিয়ার দৌলতপুর থানার রিফাইতপুরে বুধবার দিবাগত একরাতে দুই বাড়ীতে দুঃধর্ষ চুরি সংগঠিত হয়েছে। জানা গেছে বুধবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা মহির সরকারের ছেলে মঙ্গল এর বাড়ীর ওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গোয়াল ঘর থেকে ৬টা ছাগল চুরি করে নিয়ে গেছে এ ছাড়া ঐ গোয়াল ঘর থেকে গরু নেয়ার চেষ্টাকরলে বাড়ীর লোকজন টেরপেলে চোরেরা পালিয়ে যায়। এ ছাড়া পাশ্ববর্তি শহিদুল ইসলামের বাড়ীতে তালা ভেঙ্গে প্রবেশ করে টিউবওয়েল সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। এলাকাবাসী জানায় রিফাইতপুরে মাদক সেবীদের অবাধ বিচরনে এবং মাদকের অভয় অরণ্য সৃষ্টি হওয়ায় এসব চুরি সংগঠিত হচ্ছে। এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধির দাকি জানিয়েছেন।