তৌহিদ হৃদয়ের ব্যাটে রানের প্রবাহ চলছেই। আগের ম্যাচে দারুণ ব্যাটিংয়ের পর এবার ঝড়ো ব্যাটিংয়ে উপহার দিলেন অপরাজিত সেঞ্চুরি। পঞ্চাশ ছাড়ালেন আরও তিন জন। রেকর্ড রান তুলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশের যুবারা। যুব ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৬১ রানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৫ ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ২-০তে। সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে বৃহস্পতিবার ৫০ ওভারে বাংলাদেশের যুবারা তোলে ৩৪০ রান। যুব ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। রান তাড়ায় লঙ্কানরা গুটিয়ে যায় ১৭৯ রানেই। ৮ চার ও ৬ ছক্কায় ৯৮ বলে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হৃদয়। যুব ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরিতে এই ব্যাটসম্যান স্পর্শ করলেন বাংলাদেশের রেকর্ড। বাংলাদেশের হয়ে তিনটি করে সেঞ্চুরি আছে আর কেবল এনামুল হক বিজয় ও হৃদয়ের বর্তমান দলের সতীর্থ মাহমুদুল হাসান জয়ের। সিরিজের আগের ম্যাচে ৫৬ বলে অপরাজিত ৮২ রান করেছিলেন হৃদয়। টস জিতে বল বেছে নিয়ে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। চতুর্থ ওভারে ফেরেন ওপেনার পারভেজ হোসেন। তবে সেই ধাক্কা পরের জুটিতেই সামাল দেয় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৭২ বলে ৭৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার তানজিদ হাসান ও তিনে নামা মাহমুদুল হাসান জয়। ৫৩ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৬০ রান করে আউট হন তানজিদ। জয়ের সঙ্গে এরপর জুটি বাঁধেন হৃদয়। তৃতীয় উইকেটে দুজন গড়েন ৪৬ রানের জুটি। ৬৪ বলে ৫২ করে আউট হয়ে যান জয়। দল সেরা জুটি পায় পঞ্চম উইকেটে। অধিনায়ক আকবর আলির সঙ্গে হৃদয়ের জুটিতে আসে ১০৭ রান। ৪৩ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৫২ রান করে ফেরেন আকবর। লোয়ার অর্ডারদের নিয়ে দলকে রেকর্ড উচ্চতায় তুলে নেন হৃদয়। রান তাড়ায় শ্রীলঙ্কার শুরুটায় ছিল ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত। দুই ওপেনার ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়েন ৩৫ বলেই। তবে এই জুটি ভাঙার পর আর সেভাবে দাঁড়াতে পারেনি কেউ। রানের গতি ছিল, তবে উইকেটও পড়েছে নিয়মিত। শেষ পর্যন্ত তাই লড়াই করতেও পারেনি তারা। ৩২ বলে ৫০ রান করেন ওপেনার নাভোদ পারানাভিথানা। বাংলাদেশের সব বোলার পেয়েছেন উইকেটের দেখা। দুটি করে নিয়েছেন দুই পেসার শরিফুল ও তানজিম হাসান সাকিব। একই মাঠে রোববার হবে সিরিজের চতুর্থ যুব ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩৪০/৭ (তানজিদ ৬০, পারভেজ ১, মাহমুদুল ৫২, হৃদয় ১২৩*, শাহাদাত ৬, আকবর ৫২, শামীম ২১, অভিষেক ৬, রাকিবুল ১*; দিলশান ১০-১-৬৫-২, আমশি ১০-০-৭৮-১, চামিন্দু ৯-০-৬০-১, কাভিন্দু ১০-০-৬৬-২)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৩১.২ ওভারে ১৭৯ (পারানাভিথানা ৫০, আভিশকা ৩০, সামাজ ২৯,; শরিফুল ৭-১-৫০-২, তানজিম ৬-০-৪৬-২, শামিম ৭-০-৩৫-১, অভিষেক ৪-০-২১-১, রকিবুল ৬-১-১৭-১, শাহাদাত ১.২-০-৮-১)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৬১ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২-০ তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: তৌহিদ হৃদয়