গাজীপুরের কাপাসিয়া-টোক সড়কে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে পিতা সোহেল, তার কন্যা রুমা ও কৃষি কর্মকর্তা মাজহারুলসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া সিএনজির চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
জানাযায়, উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের সোহেল (৫৫) তার স্ত্রী নাজমা (৪৫), কন্যা সুমা (২০), রুমা (৫) ও ৭ মাস বয়সী রিমা কে নিয়ে ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে অন্যযাত্রীদের সাথে সিএনজিযোগে (গাজীপুর- থ- ১১-৪৮৫১) গাজীপুর যাচ্ছিল। পথিমধ্যে উজলী দিঘিরপাড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা জলসিঁড়ি পরিবহনের (ঢাকা মেট্রো- ব- ১৪-৪৭৫১) একটি বেপরোয়া যাত্রীবাহী বাস সিএনজিকে চাঁপা দেয়। এ সময় সিএনজিটি দুমরে মুচরে যায়। সোহেল ও তার কন্যা রুমা এবং উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কর্মকর্তা মাজহারুল ইসলামের (৩০) ঘটনাস্থলেই মৃত্যু হয়। মাজহারুলের বাড়ি উপজেলার তরগাঁও গ্রামে। ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গুরুতর আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উল্লেখ, নিহত সোহেলের সাথে থাকা ৭মাস বয়সী শিশু কন্যা রিমা অলৌকিক ভাবে বেঁচে যান এবং অক্ষত রয়েছে। দুর্ঘটনার পর অজ্ঞাতনামা সিএনজি চালক পালিয়ে যায়।