কালিগঞ্জের কৃষ্ণনগরে ইয়াবাসহ মাহবুবর রহমান (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত মনসুর মোড়লের ছেলে।
থানার সহকারী উপপরিদর্শক কামাল হোসেন জানান, বুধবার রাত ৮ টার দিকে সহকারী উপপরিদর্শক জামাল হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মোল্লার হাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৪ পিস ইয়াবাসহ মাহবুবর রহমানকে আটক হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।