বাগেরহাটের জন দূর্ভোগ “ডাস্টবিন স্থাপন ও রাস্তা সংস্কার” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে শহরের দশানীস্থ ধানসিড়ি হোটেল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুর রব চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, জাতীয় পার্টীর জেলা সভাপতি হাবিবুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র শাহনেওয়াজ মোল্লা দোলন, অবসরপ্রাপ্ত শিক্ষক মুখার্জী রবিন্দ্রনাথ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রশিক্ষক শরীফা খানমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বক্তারা বলেন, বাগেরহাট পৌরসভার সংলগ্ন নদী ও ড্রেনে ময়লা না ফেলার জন্য সতর্ক হতে হবে। পাশাপাশি ক্লিনিক্যাল বর্জ্য যত্র তত্র না ফেলে সঠিক ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের পৌরসভাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে আন্তরিক হতে হবে।