বাগেরহাটে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দিন মজুর ইস্রাফিল ফকির (৩৫) আহত হয়েছে। মঙ্গলবার বিকালে বাগেরহাট সদর উপজেলার আতাইকাঠী গ্রামের একটি মাছের ডিপোর সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ইস্রাফিল ফকিরের বড় ভাই বাদী হয়ে সদর উপজেলার পারনোয়াপাড়া গ্রামের মৃত আইন উদ্দিন ব্যাপারীর ছেলে ইলিয়াস ব্যাপারী (৫৫) ও তার পুত্র জেলাল ব্যাপারী (৩০) কে আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ইস্রাফিল ফকিরকে হত্যার উদ্দেশে ইলিয়াস ব্যাপারী ও তার পুত্র জেলাল ব্যাপারী লোহার রড় ও লাঠি দিয়ে মারধর করে। মারধরে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পরে ইস্রাফিল।পরে ইস্রাফিল ফকিরের ডাক চিৎকারে আসপাশের লোকজন ছুটে আসলে হামলা কারিরা তাকে প্রান নাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।