বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন, শেখ হাসিনার দৃঢ পদক্ষেপ ও তৃণমূলের ত্যাগী নেতা কর্মীদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান কে স্বাগত জানিয়ে বগুড়া পৌর আওয়ামী লীগের আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে কাউন্সিলর দের সমর্থন চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আবু জাফর মোঃ মাহমুদুন্নবী রাসেল সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটারদের কাছে তার বক্তব্য তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১৬ই নভেম্বর ২০১৯ বগুড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী। আমার পিতা মৃত-হাসেন আলী সরকার (এম এল এ) বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ মনোনিত নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমি স্কুল জীবন হতে রাজনৈতিক সমিক্ষায় দেশ ও জাঁতি গঠনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে রাজনীতিতে আবিষ্ট হয়েছি। বগুড়া জেলা ছাত্র লীগের (দুলু-ঝুনু) ভাই এর সময় পৌর সভার ৪নং ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে রাজনৈতিক পথ চলা শুরু। পরবর্তীতে শহর ছাত্র লীগের (কোয়েল-জুয়েল ভাই) কমিটিতে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সরকারি আজিজুল হক কলেজের (রাজ্জাক-ডাবলু ভাই) কমিটির ধর্মীয় সম্পাদ, (সুমন-আকাশ ভাই) কমিটির সদস্য ও বগুড়া জেলা ছাত্র লীগের (রবিন-শফিক ভাই) কমিটির সদস্য পদ লাভ করি। পরবর্তীতে সরকারি আজিজুল হক কলেজ ছাত্র লীগের আহ্বায়ক হয়ে কলেজে বঙ্গবন্ধুর আদর্শের ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করি। বগুড়া জেলা ছাত্র লীগের (লিটন-রনি)কমিটির ১নং সহ-সভাপতির দায়িত্ব পালন করে বগুড়া শহর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ লাভ করে দীর্ঘ ছয় বছর সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে আমি পৌর আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী হয়ে বিভিন্ন ওয়ার্ড ও শহরের কাউন্সিলর বন্দের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ স্থাপন করে আসছি। তিনি সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে সকল কাউন্সিলর দের দোয়া ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করেন।