জেলার বিভিন্ন উপজেলায় দীর্ঘ নয় বছর বিনা বেতনে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে কাজ করা উদ্যোক্তাদের উপেক্ষা করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় বিক্ষুদ্ধ উদ্যোক্তারা উচ্চ আদালতে রীট পিটিশন দাখিল করেছেন। উদ্যোক্তাদের রীট পিটিশনের ফলে আদালত ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ আগামী ছয় মাসের জন্য স্থগিত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলার বিভিন্ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের পক্ষে রীট পিটিশনকারী সাইফুল ইসলাম সাজিদ জানান, জেলার বিভিন্ন ডিজিটাল সেন্টারে দীর্ঘদিন যাবত কর্মরত উদ্যোক্তাদের উপেক্ষা করে অতিসম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। পরবর্তীতে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে উদ্যোক্তাদের নিয়োগ প্রদানের জন্য গত ২৮ অক্টোবর উচ্চ আদালতে রীট পিটিশন দাখিল করা হয়েছে। আদালত রীট পিটিশনটি গ্রহন করে বুধবার (১৩ নভেম্বর) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ আগামী ছয় মাসের জন্য স্থগিত করেন। ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে উদ্যোক্তাদের নিয়োগ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান করেছেন।