দেশজুড়ে পিয়াজের বাজারে চরম অস্থিরতার ঢেউ এবার আঁছড়ে পড়েছে জেলার বিভিন্ন উপজেলায়। মাত্র একদিনের ব্যবধানে প্রতিকেজি পিয়াজের মূল্য লাফিয়ে ‘ডাবল সেঞ্চুরিতে’ গিয়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার জেলার বানারীপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রকার ভেদে প্রতি কেজি পিয়াজ ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু মাত্র একদিন পূর্বে (বুধবার) প্রতি কেজি পিয়াজ ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হয়েছে। পিয়াজের এ অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্রেতাদের মাঝে নাভিশ্বাস উঠেছে।
বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানান, পিয়াজের আমদানি ও সরবরাহ কম থাকা মূল্য বৃদ্ধির মূলকারন। এ ছাড়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পিয়াজের বাজার অস্থিরে ভূমিকা রেখেছে। তবে যেকোন সময় পিয়াজের মূল্য কমে যেতে পারে কিংবা সরকার কম মূল্য নির্ধারণ করে দিতে পারে এ আশঙ্কায় আড়ৎতদাররা পিয়াজ আমদানি সীমিত পরিসরে করছে বলে ধারণা করছে সচেতন মহল। এদিকে কৃত্রিম সংকটের মাধ্যমে অধিক মুনফা অর্জনের মানসে পিয়াজের বাজার অস্থির করে অগ্নিমূল্য নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে বানারীপাতা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। তিনি জানান, ব্যবসায়ীদের ডেকে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হবে। তাদের যুক্তি বাস্তবসম্মত না হলে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবেও বলেও তিনি উল্লেখ করেন।