নওগাঁর ধামইরহাটে ৭নং ইসবপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইমরুল কায়েশ বাদলকে শপথ পড়ানো হয়েছে। ১৪ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, কৃষি কর্মকর্তা মো.সেলিম রেজা, ওসি জাকিরুল ইসলাম, পিআইও ইস্রাফিল হোসেনসহ ইসবপুর ইউনিয়নের নেতৃবৃন্দ।