কুষ্টিয়ার দৌলতপুরে বুধবার দুপুর ১২টায় ব্র্যাকের নিজস্ব কার্যালয়ে যক্ষা রোগের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দৌলতপুর যক্ষা প্রকল্পের টিএলসিএ ফরিদা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অথিতি থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: অরবিন্দু পাল বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন) বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ সামসুল হক খান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। যক্ষা নিয়ন্ত্রনের লক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রায় অর্ধশতাধিক গন্যমান্য ব্যক্তি, স্বাস্থ্য কর্মী, শিক্ষক অংশ নেয়।