ভান্ডারিয়া ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থতের আর্থিক সহায়তা প্রদান করেছেন পিরোজপুর জেলা পরিষদ। বুধবার বিকেলে উপজেলা চেয়ারম্যান এর কার্যালয় ঘুর্নিঝড় বুলবুলের ক্ষতিগ্রস্থ ৭টি ইউনিয়ানের ১৫টি পরিবারের মধ্যে চেক বিতরণ করেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম, সহকারি কারি কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোসাঃ রেকেয়া বেগম ও উপ- সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন,। জেলা পরিষদের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে চেক প্রদাণ করেন। উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণের ব্যবস্থা করছেন। তারপরও স্থানীয় ভাবে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন তাদের সাদ্য অনুযায়ী ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার জন্য এ উদ্যোগ নিয়েছেন। এছাড়াও পিরোজপুর জেলা পরিষদ ৭টি উপজেলায় ঘুনিঝড় বুলবুল এর ক্ষতিগ্রস্থদের পরিবারের মাঝে এ সহায়তা করবেন। এ সময় উপস্থিত ছিলেন যুব মহিলালীগের সভাপতি অসামা সুলতানা যুথি সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।