আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের উদ্যোগে দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে সংস্থার কার্যালয়ের প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন শেরপুর এপি ম্যানেজার ইউজিন রড্রিক্স। কর্মশালায় শিশু সুরক্ষা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। আরো বক্তব্য দেন নাগরিক কন্ঠ ও কাজের আহ্বায়ক এবং আরটিভির স্টাফ রিপোর্টার মো. মুগনিউর রহমান মনি, সংস্থার এপিসি স্পন্সরশীপ এ- চাইল্ড প্রটেকশন কর্মকর্তা সায়মন এস সাংমা, প্রোগ্রাম কর্মকর্তা খালিদ মুস্তাফিজ, বাবলি রংমা, টুকি চাম্বুগং প্রমুখ। এ কর্মশালায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের কর্ম এলাকার ৫০ জন কার্যক্রম সহায়তাকারী অংশগ্রহণ করে।