আশাশুনি উপজেলা সদরে প্রধান শিক্ষকের হাতে নিগৃহীত ও খারাপ আচরণের শিকার এক সহকারী শিক্ষক প্রতিকার প্রার্থনা করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন।
সবদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমিলা সরকার গত ৪ এপ্রিল ওই স্কুলে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি যথানিয়মে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু প্রধান শিক্ষক তার সাথে অজ্ঞাত কারণে ছলছুতো খুঁজে দুর্ব্যাবহার, নানাভাবে নিগৃহীত করে আসছেন। যোগদানের ১ম দিনই তার অপব্যাবহার ও নিয়ম ভঙ্গ করে অনৈতিক শাসন কাজ শুরু করেন। শিশু সন্তান কোলে নিয়ে যোগদানের পর সাময়িক ছুটি নিয়ে পূর্বের কর্মস্থল হতে সন্তানের জিনিসপত্র আনতে চাইলে ছুটি না দিয়ে রূঢ় আচরণ করেন প্রধান শিক্ষক। এরপর থেকে মাঝে মধ্যে দপ্তরি দিয়ে তাকে অফিসে ডেকে প্রধান শিক্ষক তাকে ক্লাস পরিচালনা, খাতা দেখা ইত্যাদি বিষয়ে অপমানিত করা, নৈমত্তিক ছুটি দিতে অনীহা প্রকাশ ও আবেদনে নানা ভুল ভ্রান্তি ইচ্ছাকৃত ভাবে সকলের নিকট তুলে ধরা, তার ও সন্তানের খাওয়ার প্লেট দপ্তরি দিয়ে মাটিতে ফেলে দেওয়া, শিশু সন্তানের সাথে খারাপ আচরণ করা, তার পিতার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান নিয়ে কটূক্তি করা তার (প্রধান শিক্ষক) নিয়মিত স্বভাবে পরিণত হয়েছে। এ ছাড়া ইসলাম ধর্মের শিক্ষক মঞ্জুর ইলাহি ও তহমিনা খাতুন তার দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে অন্যত্র বদলী ও ডেপুটেশনে যেতে বাধ্য হয়েছেন। রুটিনে প্রধান শিক্ষকের ৪টি ক্লাস থাকলেও নিজের সন্তান তৃতীয় শ্রেণিতে পড়ায় সেই ক্লাস ব্যতীত অন্য ক্লাসে যান না। ফলে প্রমিলা সরকার নিগৃহীত ও অপমানিত হতে হতে চরম ভাবে ক্লাস পরিচালনার পরিবেশ বঞ্চিত হয়ে চলেছেন। স্কুলের বৃহত্তর স্বার্থে শিক্ষার মানোন্নয়ন ও স্কুলের সার্বিক অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রপ্ত) রবিউল ইসলাম জানান, সবেমাত্র অভিযোপত্র হস্তগত হয়েছে, দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।