রাজারহাটে ভার্কের সেরা পরিবার ক্যাম্পেইন এর আওতায় “নাটক ভাল থাকার গল্প” আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১২নভেম্বর মঙ্গলবার রাতে রাজারহাট ইউপির তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর ইউপির সেরা ১৫টি পরিবারের মাঝে সম্মাননা স¥ারক ক্রেস্ট ও টোকেন উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ইউকে প্রতিনিধি মিমি কন্ট্রাষ্ট, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: যোবায়ের হোসেন,ডিরেক্টর ওয়াটসান এ- টেকনোলজি ভার্ক মো. মাসুদ হাসান। ইউপি চেয়ারম্যান মো. এনামুল হকের সভাপতিত্বে এবং ভার্ক রাজারহাট শাখার প্রকল্প ব্যবস্থাপক আহমেদ ওমর ফারুকের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিসি ইউ ফোকাল রনজিৎ, জোনাল কো-অর্ডিনেটর ওয়াব বাংলাদেশের মো.রেজাউল হুদা মিলন,ওয়াব বাংলাদেশের প্রোগ্রাম কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,প্রোগ্রাম কর্মকর্তা মো. মফিজ উদ্দিন,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুনুর মো. আক্তারুজ্জামান, সিসি ইউ প্রতিনিধি মোছাঃ শিউলী পারভীন,জেলা পরিষদ সদস্য আবদুস ছালাম, প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু,সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।