কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের নাঙ্গলকোট বাজার সংলগ্ন হরিপুর রেললাইনের পাশে মুছি সাধনের বাড়ীতে বাঙলা মদের কারখানায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় পুলিশ চার মাদক কারবারীকে আটক করে।
আটককৃতরা হলেন, হরিপুর গ্রামের মৃত.বাদল বরি দাসের স্ত্রী রেখা রাণী (৩৭), বড় ফতেপুর গ্রামের আবদুর রহিমের ছেলে মোঃ আলা উদ্দিন (৩৬), চট্টগ্রাম জেলার সীতাকু- উপজেলার উত্তর বাটের খিল গ্রামের মৃত. হারাধন কুমার নাথের ছেলে রনজিত কুমার নাথ (৩৭)। সদর দক্ষিণ উপজেলার চানপুর গ্রামের পারভীন বেগম (২৩)। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল ও নাঙ্গলকোট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মামুন অর রশিদ পিপিএমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাঙলা মদের কারখানায় বিপুল পরিমাণ বাঙলা মদ ধ্বংস করে দেয়া হয়। এ সময় পুলিশ চারজনকে আটক করে। দীর্ঘদিন থেকে ওই বাড়ীতে তারা বাঙলা মদ তৈরি করে বিক্রয় করে আসছে।
নাঙ্গলকোট থানার ওসি মোঃ মামুন অর রশিদ পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।