নোয়াখালী সেনবাগ থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রপ্ত এক পলাতক আসামি সহ ৫জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার ছাতারপাইয়া, কেশারপাড় ও মোহাম্মদপুর ইউনিয়নে ওই অভিযান পরিচালিত হয়। গ্রেফতাকৃতরা হচ্ছে ঃ ছাতারপাইয়া গ্রামের ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কবির হোসেন, উন্দানিয়া গ্রামের আনোয়ার হোসেন, আটিয়া বাড়ি গ্রামের নুর হোসেন, কারারাইতা গ্রামের ইসমাইল হোসেন ও মোহাম্মদপুর গ্রামের আনোয়ার হোসেন। বুধবার দুপুরে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি মিজানুর রহমান।