কুড়িগ্রামের উলিপুরে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, উপদেষ্টা আলহাজ¦ মজিবুর রহমান, উপ-পরিচালক যতিন্দ্রনাথ বর্মন, কামাল ইদ্রিস আমিন প্রমূখ।
পরে ৩’শ ২৯ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।