নোয়াখালী সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মপুর করিম মাষ্টার বাড়ির দারুল আকবর মাদরাসা ছাত্র মোঃ শরিফুল ইসলামের হত্যাকারীদের শান্তি দাবীতের সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
বুধবার দুপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শরীফের পিতা মোঃ শহীদ উল্লাহ ও ফুফু রেবেকা সুলতানা। সংবাদ সম্মেলনে তারা বলেন- একই গ্রামের দক্ষিন রাজারামপুর খালাশী বাড়ির সম্পর্কে চাচী রোমেনা আক্তার মাদরাসা ছাত্র শরীফকে বেড়াতে নিয়ে যায়। এরপর তাকে দিয়ে গাছ থেকে সুপারী পাড়ানো সময় শরীফ গাছ থেকে পড়ে আহত হয়। এরপর রোমেনা ও তার পরিবারের লোকজন শরীফকে পুকুরের পানিতে নামিয়ে দেয় সাতার কাটতে। সেখানে তার মৃত্যু হলে তারা তাকে ঘরে এনে খাটের মশারীর ষ্টান্ডের সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়ার অভিযোগ করেন তারা। এ সময় তারা ঘঁনার সঙ্গে জড়িত দোষিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।
এ সময় সংবাদ
উপস্থিত ছিলেন স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ ছারওয়ার হোসেন বাহার,মুজিবুল ইসলাম,মাষ্টার আিিমরুল ইসলাম,জসিম উদ্দি,আবদুল মালেক,আবুল বাশার সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ। এর আগে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবী জানিয়ে একটি মৌন মিছিল ও শিশুরা মানববন্ধন করে। এ সময় তারা বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড ব্যবহার করে।