পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইয়াসমিন দেলোয়ার ডায়াগণষ্টিক সেন্টার এ- মর্ডাণ হাসপাতাল লিঃ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সর্ম্পকিত আলোচনা সভা হয়েছে। এর আগে বুধবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।
পরে দুপুরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প সর্ম্পকিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, মুন্সীগঞ্জের ডিবি ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রেজাউল হক প্রমুখ।
উক্ত কর্মসূচি পরিচালনা করেন ইয়াসমিন দেলোয়ার ডায়াগণষ্টিক সেন্টার এ- মডার্ণ হাসপাতাল লিঃ এর পরিচালক মো. রবিন মিয়া। এই কর্মসূচির আওতায় প্রায় ৩ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।