প্রখ্যাত বাচিক শিল্পী গণমাধ্যম ব্যক্তিত্ব কামরুল হাসান মঞ্জুর স্বরনসভা মঙ্গলবার রাতে নগরীর হক বাদল সড়কস্থ শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
এমএমসি’র সাংবাদিকবৃন্দ ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকারের সভাপতিত্বে স্বরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাট্যজন ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, আবৃত্তি পরিষদ বরিশাল অঞ্চলের সভাপতি আজমল হোসেন লাবু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী সেলিনা প্রমুখ।