বুধবার রংপুরের তারাগঞ্জে জাতীয় রাজস্ব বাজেটের অন্তর্ভূক্ত কৃষি প্রণোদনা কর্মসূচি ২০১৯-২০এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সরিষা, মুগ, ভুট্টা, পেয়াজ, সূর্যমুখী ও গমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ উপলক্ষে সকালে তারাগঞ্জ উপজেলা কৃষি অফিস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার রায়। অতিরিক্ত কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুমের সঞ্চলনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল হক, মৎস্য কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার প্রমুখ।