লক্ষ্মীপুরের রামগঞ্জ স্টেশন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাত ও দোয়া মাহফিল বুধবার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মোঃ শাহজাহানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে পরীক্ষার পুর্ব প্রস্তুতি এবং গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ইউএনও মুনতাসীন জাহান,শিক্ষা কর্মকর্তা মোঃ দৌলতর রহমান,ইউআরসি ইন্সটাক্টও মোঃ আবব্দুল মতিন,সহকারী শিক্ষা কর্মকর্তা মোহামেন,মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি একেএম মঞ্জুরুল হক,সোহরাব হোসেন,প্রধান শিক্ষক এমরান হোসেন পাটোয়ারী ড.আব্দুল ওয়াদুদ প্রমুখ।