বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ঘরবাড়ি বিধ্বস্ত, রাস্তাঘাট ভেঙ্গে চৌচির এবং মাছের ঘের তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বাকেরগঞ্জের নিম্নাঞ্চল এখনো প্লাবিত। সরকারি ঘোষণা অনুযায়ী উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড়ে দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করলেও এখনো দুর্গতরা তেমন কোনো সহযোগিতা পায়নি। বেশিরভাগ মানুষের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ কাঁচা পাকা অনেক বাড়ি ঘর, গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। একইসাথে জলোচ্ছ্বাসে নিন্মাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ গৃহবন্দী রয়েছে। উপজেলার ফরিদপুর ইউনিয়নের স্বামী-স্ত্রীর টিনের ঘরটি ভেঙে তারা এখন বাইরে শাপরা দিয়ে অসহায় জীবন যাপন করছেন। ভরপাশা ইউনিয়নের খেজুরা ভরপাশা গ্রামের মোঃ জসিম হাওলাদারের মাছের ঘের পানিতে তলিয়ে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ও বিধবা ফাতেমা বেগমের টিনের ঘর উড়ে গেছে। উপজেলা ক্রীড়া একাডেমীর উপরের টিন উপরে ও সাইন বোর্ড খুলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়। সবকিছু মিলিয়ে বাকেরগঞ্জের বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সাথে আলাপকালে তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে তালিকা প্রণয়ন করে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সকলকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।