আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ডলার চক্রের অপতৎপরতা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। রোববার ডলার পার্টির সদস্যরা এক ব্যবসায়ীকে প্রতারনার বেড়াজালে আটকে ২ লক্ষ টাকা নিয়ে ফুড়-ৎ করে উধাও হয়েগেছে।
কুল্যার আইতলা, মহাজনপুর, দাঁদপুর এলাকা দীর্ঘকালের ডলার কারবারীদের অভয়াশ্রম হিসাবে পরিচিত। এখানে ডলার চক্রের সদস্যরা নিরিহ মানুষকে একের পর এক প্রতারনার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে থাকে। ইতঃপূর্বে চক্রের অনেকে গ্রেফতার, কারাবাস ও পুলিশের অভিযানে ধরাশায়ী হলেও পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আবারও অপকর্মে জড়িয়ে পড়েছে। সম্প্রতি পুলিশী তৎপরতায় চক্রের সদস্যরা গা ঢাকা এবং কর্মকা-ে বিরতি দিলেও সুযোগ বুঝে ডলার প্রতারনার কারবার যথারীতি করে আসছে। সম্প্রতি কয়েকটি প্রতারনার ঘটনা ঘটেছে। অতি সম্প্রতি (১০ নভেম্বর) ডলার চক্রের প্রতারনার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। ঝিকরগাছার নিশ্চিন্তপুরের এছমাইল দফাদারের পুত্র ব্যবসায়ী ইব্রাহিম হোসেন জানান, স্বল্পমূল্যে ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে ডলার চক্রের সদস্যরা অভিনয় শুরু করেন। এদের মধ্যে মহাজনপুর গ্রামের রহমত, ইয়াছিন, নজু, জুয়েল, আলাউল ইসলাম ও আইতলা গ্রামের ময়না রয়েছে বলে এলাকার বিভিন্ন সূত্রে জানাগেছে। তারা প্রতারনার ফাঁদ পেতে ব্যবসায়ী ইব্রাহিমকে দাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইটের সোলিংকৃত রাস্তায় ঢুকিয়ে ডলার দেওয়ার কথা বলে, নগদ ২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর পুলিশ পুলিশ বলে হুলুস্থুল সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়। ব্যবসায়ী ইব্রাহিম কোন কুল কিনারা না পেয়ে কিংকর্তব্যবিমুঢ় হয়ে ঠা দাঁড়িয়ে থাকেন। এ ঘটনার পর থেকে প্রতারকরা গা ঢাকা দিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।