আজ ১৩ নভেম্বর’ বুধবার জেলা পরিষদ কমিউনিটি সেন্টার, রংপুরে কর অঞ্চল-রংপুর এর অধিক্ষেত্রাধীন রংপুর সিটি কর্পোরেশন/জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের “সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা ও সদস্য (আন্তর্জাতিক কর) মিজ্ আরিফা শাহানা, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুর কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার শওকত আলী সাদী, রংপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রি এর সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর উইমেন্স চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রি এর সভাপতি মিজ্ আনোয়ারা ফেরদৌসি পলি, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্টি এর সভাপতি মোঃ রেজাউল ইসলাম মিলন ও রংপুর ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম খান।