শক্তিশালী নেপালের কাছে হেরে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা গুঁড়িয়ে গেছে বাংলাদেশের। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার ৩-০ সেটে হারে বাংলাদেশ। ২৫-০৭, ২৫-০৬ ব্যবধানে শুরুর দুই সেট হেরে যাওয়া বিথি-আশারা তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেনি। হেরে যায় ২৫-০৬ পয়েন্টে। আফগানিস্তানকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতার শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৩-০ সেটে হেরেছিল। তিন ম্যাচে এক জয় ও দুই হারে মেয়েদের ফাইনালে খেলার আশাও শেষ হয়ে গেলো। দিনের প্রথম ম্যাচে ৩-০ সেটে আফগানিস্তানকে হারায় কিরগিজস্তান। বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হবে মেয়েরা। টানা তিনটি করে জয় নিয়ে এরইমধ্যে ফাইনালে উঠেছে নেপাল ও মালদ্বীপ। বৃহস্পতিবার প্রতিযোগিতার প্রথম আসরের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। হারলেও দলের খেলায় খুশি বাংলাদেশ কোচ গোলাম রসুল মেহেদী। “অবশ্যই খুশি। আমার এই মেয়েরা নতুন। তাদের ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। আন্তর্জাতিক কোনো ম্যাচ তারা খেলেনি। তারপরও আমরা এই টুর্নামেন্টে একটা পর্যায়ে এসেছি “ “মেয়েরা মাঠে নামে খুব নার্ভাস হয়ে গিয়েছিল। বারবার চেষ্টা করেছি তাদের মনোবল ফিরিয়ে আনতে। যদি এরকম ম্যাচ মেয়েরা আরও খেলে, তাহলে নার্ভাসনেস কাটিয়ে উঠবে।আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হবে। সামনে এসএ গেমস আছে। আশা করি সেখানে মেয়েদের খেলা আরও ভালো হবে।” “আমাদের খেলোয়াড়দের মূল ঘাটতি অভিজ্ঞতা। এ ছাড়া নেপালের খেলোয়াড়রা পেশাদার। ওরা যেভাবে সার্ভিস করেছে, আমরাও ভালো সার্ভিস করেছি কিন্তু ওদের মতো হয়নি। তবে আমরা সবে শুরু করেছি। আশা করি সামনে ভালো করব।”