রংপুরে কাঁচা শাক-সবজি ভর্তি ব্যাগের নিচে রাখা পিস্তল ও ইয়াবা-ফেনসিডিলসহ আমিনুল ইসলাম ডন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। আটক ডন রংপুর অঞ্চলের একজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাতে রংপুর মহানগরীর ঘাঘটপাড়া শুটকির আড়ত এলাকা থেকে কাঁচা শাক-সবজি ভর্তি ব্যাগের নিচে রাখা পিস্তল, ইয়াবা ও ফেনসিডিল বহনের সময় মোটরসাইকেলসহ আমিনুল ইসলাম ডন (৩৫) কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে লোহার তৈরী ১টি পাইপ গান, দুই রাউন্ড কার্তুজ, ৫০ বোতল ফেনসিডিল, শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, আটক আমিনুল ইসলাম ডন রংপুর অঞ্চলের একজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রংপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে নগরীর তাজহাট আশরতপুর এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে। এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।