কচুয়ায় ঘূর্নিঝড় “বুলবুল” এ সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে ঢেউটিন, স্ক্রু ও নগদ টাকা বিতরন করা হয়। গতকাল দুপুরে বাগেরহাট জেলা প্রশাসন সহযোগিতায় উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির উদ্যেগে ঘূর্নিঝড় “বুলবুল” এ ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে ৭০ বান ঢেউটিন,২লক্ষ ১০হাজার নগদ টাকা, স্ক্রু, ১৩০ প্যাকেট শুকনা খাবার,১০ মেঃটন জিআর চাল,২০হাজার জিআর টাকা,৫ হাজার টাকার শিশু খাদ্য ও ৫ হাজার টাকার গো খাদ্য ত্রান সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু,কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানসহ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান।
এ ছাড়া উপজেলা নবগত কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন আমাদের প্রতিনিধিকে জানান যে, ঘূর্নিঝড় “বুলবুল” আমাদের কৃষিজাত ফসলের ও ব্যাপক ক্ষতি করেছে। যেমন আমাদের কচুয়া উপজেলার ৮০ হেক্টর শীতকালীন রবি ফসলের,২৫ হেক্টর রোপা আমন ধানের, ৫ হেক্টর পানের,১০ হেক্টও মরিচের এবং কলা ্ও খেসারী ডালের ব্যাপক ক্ষতি সাদন করেছে।