দেবহাটার পারুলিয়াস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের আয়োজনে ওই প্রতিষ্ঠানের মানবকল্যান তহবিলের অনুদান প্রদান উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইডিয়ালের নির্বাহী পরিষদের সভাপতি মোঃ কুতুবউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অুনদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই রকেট। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়ালের পরিচালন কৃষিবিদ ডাঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইডিয়ালের প্রোগ্রাম ম্যানেজার এস.এম মিজানুর রহমান। শেষে আইডিয়ালের কর্ম এলাকার সদস্যদের ১৩ জন ছেলেমেয়ে এসএসসি পরীক্ষায় এ+ পাওয়ায় অনুদান হিসেবে প্রতিজনকে ১০০০০/= টাকা করে মোট ১.৩০.০০০/= এবং এইচএসসি পরীক্ষায় এ+ পাওয়ায় ৪ জন ছেলেমেয়েকে প্রতিজন ২০, ০০০/= টাকা করে মোট ৮০, ০০০/= টাকা এবং ৫ জন সদস্যকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে ২৯,০০০/-টাকা। এ ছাড়া মৃত্যুজনিত বীমা সুবিধা ২ জনকে ১৬০০০/- টাকা প্রদান করা হয়েছে।