দেবহাটা থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত ২ আসামীসহ আরো একজন আটক হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেবহাটা থানা পুলিশ। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনায় থানার এএসআই সুজিত বিশ্বাস ও এএসআই ফেরদাউস অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার চাঁদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম ও পাঁচপোতা গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে হাফিজুর রহমান এবং সাংবাড়িয়া গ্রামের নুর আলীর ছেলে আবদুস সালামকে আটক করে। দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী, মাদকসেবী ও সাজাপ্রাপ্ত আসামি আটক করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। অপরাধীদের ধরতে পুলিশের কাজের সহযোগীতা কামনা করেন তিনি।