শ্রীনগর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ছেন দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আরিফ হোসেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় শ্রীনগর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি পদেই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান (দৈনিক আগামীর সময়), সহ সভাপতি শাজাহান খান (দৈনিক আমার সংবাদ), সহ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রয়েল(দৈনিক যায়যায়দিন) সাংগঠনিক সম্পাদক শাহ আলম ইসলাম নিতুল(দৈনিক বাংলাদেশের খবর), কোষাধ্যক্ষ মীর রাতুল (দৈনিক সকালের সময়) দপ্তর সম্পাদক উজ্জ্বল দত্ত ( দৈনিক আজকালের খবর) আইন বিষয়ক সম্পাদ অ্যাডভোকেট মেহেদী হাসান শাহাবাৎ (ডেইলি ইন্ডাস্ট্রি), প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম তাপস (দৈনিক আমাদের অর্থনীতি), কার্যকরী সদস্য মোঃ আওলাদ হোসেন (দৈনিক যুগান্তর)। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন শ্রীনগর প্রেস ক্লাবের আহ্বায়ক ও সাবেক ৩ বারের সভাপতি মোঃ আওলাদ হোসেন।
শ্রীনগর প্রেস ক্লাবের সদস্যদের সর্বসম্মতি ক্রমে ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হাসান ও হাফিজুল ইসলামকে উপদেষ্টা হিসাবে নির্বাচিত করা হয়।