রংপুরের পীরগাছার সৈয়দপুরে পিকাপ চাপায় খাদিজা বেগম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬ ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘাতক চালকের বিচারসহ ওই সড়কে গতিরোধক নির্মাণের দাবীতে জানান। পরে দুপুর ২টার দিকে প্রশাসনের আশ^াসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়।
জানা যায়, উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর গ্রামের খায়রুদ্দিনের মেয়ে ও সৈয়দপুর কারামতিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার (১৫) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পীরগাছা থেকে রংপুরগামী একটি ভাংড়ী মাল বোঝাই পিকআপ ওই শিক্ষার্থীকে চাপা দিয়ে পাশ্ববর্তী বাড়ির গেট ভেঙ্গে দুর্ঘটনায় পতিত হয়। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে খাদিজার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী সকাল ৮টা থেকে সৈয়দপুর বাজার এলাকায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। এ সময় সৈয়দপুর কারামতিয়া উচ্চবিদ্যালয় ও কারামতিয়া দ্বিমূখী ফাজিল মাদ্রসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অভিভাবক ও এলাকাবাসী যোগ দেয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। ফলে ওই সড়কের উভর পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান, রংপুরের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেন ও পীরগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে তাদের আশ^াসের প্রেক্ষিতে দুপুর ২ টায় অবরোধ তুলে নেয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবরোধকারীদের দাবী মেনে নেওয়ায় তারা অবরোধ তুলে নিয়েছে।