নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন যুবদল সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন (৩২) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার সকালে রাজনৈতিক একটি মামলার কোটে হাজিরা দিতে নোয়াখালী আদালতে যাবার পথে নোয়াখালী-চৌমুহনী প্রধান সড়কের গাবুয়া বাজার এলাকায় পৌছলে বেপরোয়া গতির সুগন্ধা ও জননী পরিবহনের দুই যাত্রীবাহি বাসের প্রতিযোগীতার কারণে মাঝখানে পড়ে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই পোষ্ট মাষ্টার মোঃ আলমীগর অভিযোগ করেন জানান- লোকজন তার ভাইকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়েও কর্তব্যরত চিকিৎসকদের কতব্য অবহেলায় বিনা চিকিৎসায় তার ভাই মারা যায়।
নিহত মোঃ ইয়াছিন কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের মাষ্টার নুর ইসলামের ছেলে ও ছামির মৃুন্সির হাট বাজারের সেবা হাসপাতালের চেয়ারম্যান মো. আলমগীরের ছোট ভাই।
আালমগীর আরো জানায়, ইয়াছিন সকাল ১০টার দিকে মোটর সাইকেল যোগে মামলার হাজিরা দিতে নোয়াখালী জেলা শহরের যাওয়ার পথে গাবুয়া নামক স্থানে পৌঁছলে দুইটি প্রতিযোগী দ্রুগতির বাসের ধাক্কা সে গুরুত্বর আহত হয় পরে স্থানীয় লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়।