ভান্ডারিয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা ভবনের মিলনায়তনে পৌর আওয়ামী লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি সহিদুল আলম স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফায়জুর রশিদ খশরু সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য নিজামুল হক নান্নান, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ তারিক জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আবদুল আউয়াল হিরু, যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ছাত্রলীগের আহাবায়ক মোঃ রিসান প্রমুখ। পরে পৌর কমিটির সভাপতি হিসেবে সহিদুল আলম স্বপন ও মোঃ আনিসুর রহমান জোমাদ্দারকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলে সহ-সভাপতি মহিউদ্দিনজোমাদ্দার, জিউল হাসান আকন, তরিকুল ইসলাম হাওলাদার, সঞ্চিব সরকার, আবদুল সালাম খন্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমীন আকন, মোঃ শফিকুল ইসলাম আকন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত ছাদেক, মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, দপ্তর সম্পাদক জাকির হোসেন পান্না, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম।