ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে পিরোজপুরের নাজিরপুরে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে গাছ-পালা উপড়ে গেছে। বসত ঘর ভেঙ্গে গেছে। বিভিন্ন স্কুল-কলেজের ভবন উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গাছ পড়ে রাস্তা ঘাট ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। গত শনিবার ৯ নভেম্বর সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে রাস্তায় গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জানা গেছে, উপজেলার মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে রোববার ১০ নভেম্বর দুপুরে বসতঘরের ওপর গাছ চাপা পড়ে ননী গোপাল মন্ডল নামে এক বৃদ্ধ মারা গেছে। এ সময়া একই পরিবারের সুমী ও নাসির নামে দুই শিশু গুরুতর আহত হয়েছে। পরিবার সূত্র জানায়, বসতঘরের ওপর একটি বড় আকারের চাম্বল গাছ পড়লে ওই গাছের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই ননী গোপাল মন্ডল মারা যায়। নিহত ননী গোপাল ওই গ্রামের মৃত নিল কমল মন্ডলের ছেলে। দুপুরে ঝড়ের তান্ডবে উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও নাজিরপুর ডিগ্রি কলেজের ছাত্রাবাস ভেঙ্গে ও উড়ে গেছে বলে ওই ২শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা জানান। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. ই¯্রাফিল জানান, উপজেলার প্রায় ৭৫০টি ঘর ও ৯টি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙ্গে গেছে। ওই দিন দুপুরের পর থানা পুলিশের ওসি তদন্ত মো. জাকারিয়ার নেতৃত্বে থানা পুলিশ ও ফাযার সার্ভিসের সদস্যদের সড়কের উপর পড়ে থাকা গাছ অপসরণ করে রাস্তায় চলাচলের উপযুক্ত করতে দেখা গেছে। ওই উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান মো. হাসানাত ডালিম জানান, ওই ইউনিয়নের মধ্য কলারদোয়ানিয়া গ্রামের নজরুল ইসলামের বসতঘরের উপর চাম্বলগাছ পড়ে বসতঘরটি ভেঙ্গে যায়। এ সময় গাছে নীচে চাপা পড়ে তার মেয়ের বাম পা ভেঙ্গে বিচ্ছিন্ন হয় এবং ছেলের ঘাড় ভেঙ্গে গুরুতর আহত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগ বিজয় হাজরা জানান, ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে এ উপজেলায় কৃষকদের প্রায় ২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।