কিশোরগঞ্জর বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত সোমবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল। সম্মেলন শেষে এ.বি. সিদ্দিক টাওয়ারে ৬৫৯ জন কাউন্সিলরদের ভোট ছিল। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন তিন বারের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আফজাল হোসেন। এছাড়া, সাধারণ সম্পাদক পদে পাঁচ জন প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন তিন বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসিবে ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজাল বলেন, এক মাসের মধ্যে বাজিতপুরের উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন বলে উল্লেখ করেন।