নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অজ্ঞাতনামা সত্তরোর্ধ এক মহিলার লাশ উদ্ধার করেছে।মঙ্গলবার(১২ নভেম্বর) সকালে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আব্দুল্লা-আল মামুন থানায় খবর দেন চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক মহিলার মৃত্য হয়েছে। খবর পেয়ে পুলিশ সোমবার রাতে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।
লোহাগড়া হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আব্দুল্লা-আল মামুন জানান, ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ওই মহিলাকে অসুস্থ অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০ টায় ভর্তি করেন। দুপুর সাড়ে ১২ টায় মহিলার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
লোহাগড়া থানার ডিউটি কর্মকর্তা এ,এস,আই ওবায়দুর রহমান জানান, এ ব্যাপারে অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে। লাশ পোষ্ট মর্টেমে পাঠানো হয়েছে।