কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী থেকে ভারতীয় ইয়াবা ও ভারতীয় গাজাঁ সহ আবু হানিফ (২২) ও বিরবল দাস (৫৪) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।জামালপুর ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ এসইউপি এক সংবাদ সম্মেলন জানান, রৌমারী উপজেলার গয়েডা পাড়া সীমান্ত ফাড়ির নায়েক সুবেদার শওকত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে হানিফ আলীকে ১৫৮৫ পিচ ভারতীয় ইয়াবাসহ আটক করে। তার বাড়ি রৌমারী উপজেলার চেংটা পাড়া গ্রামে। তার নামে মাদক দ্রব্য আইনে রৌমারী থানায় মামলা হয়েছে।যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৭৫ হাজার ৫শত টাকা।
অপরদিকে রাজিবপুর উপজেলার বালিয়ামারী বিজিবি’র নায়েক সুবেদার নুরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার রাতে চর লাটিয়াল ডাঙ্গা গ্রাম থেকে শ্রী বিরবল দাসকে ১কেজি ভারতীয় গাজাঁসহ আটক করা হয়। তার বাড়ি রাজিবপুর উপজেলার মরিচাকান্দি (চালচিড়া বাধ)গ্রামে। তার বাবার নাম নন্দ কুমার। তার নামে রৌমারী থানায় মামলা হয়েছে। তাদের ২ জনকেই কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে রৌমারী থানা সুত্রে জানা গেছে।