ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সাতক্ষীরার তালায় গাছ উপড়ে পড়ে গাছের আঘাতে নেছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে তালা উপজেলার মহন্দী গ্রামের কানাই সরদারের ছেলে। রোববার ভোরে আহত হয়ে সে তালা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সোমবার (১১ নভেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে পরবর্তীতে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান,ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে রোববার ভোর রাতে নেছার সরদারের ঘরের উপর একটি মেহগনি গাছ উপড়ে পড়ে। এ সময় নেছার সরদার ঘরে ঘুমিয়ে ছিলেন। গাছের ডালে তার বুকে মারাত্বক আঘাত লাগে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।