পাটকেলঘাটায় দুুিট কম্পিউটার সেন্টারে অভিযান চালিয়ে জাল দলিল, জাল সিল, ও ভুয়া খতিয়ান জব্দ করে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৩ জনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খন্দকার রবিউল ইসলাম। জানা গেছে সোমবার বিকাল ৩টার দিকে পাটকেলঘাটা পল্লী বিদ্যুত রোডে পলাশ ও শাহীন কম্পিউটার এ- ট্রেনিং সেন্টার অভিযান চালিয়ে এ সকল সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবত জনগণকে ধোঁকা দিয়ে আসছিল, তারই প্রেক্ষিতে গতকাল এ অভিযান পরিচালনা করেন। এ সময় পাটকেলঘাটা পল্লী বিদ্যুতরোডে অবস্থিত পলাশ কম্পিউটার এ- ট্রেনিং সেন্টার ও শাহীন কম্পিউটার এ অভিযান চালিয়ে মালিক পলাশ( ৩৫) মোঃ সাইফুল্লাহ (২৯) ও মোঃআবু শাহিন ( ২৮) হাতে নাতে ধরা পড়ে এ সময় তার সহযোগীরাও এ কাজে লিপ্তছিলো। তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম দোকানের মালিক ও তার সহযোগীদের দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ধারার বিধান মতে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ঘটনাস্থালে উপস্থিত সকলকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সর্তক করা হয়।