মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়ন কর্মকা- নিয়ে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সাথে আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার দুপরে গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: সোলায়মান দেওয়ান,মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ জাহান খাঁন, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি: শাহ্ আলম শামীম, উপজলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মহসিন পাঠান, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য আশরাফুল আলম জয়, উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি সোলায়মান হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা সারোয়ার বিল্পব, আজিজুল হক পার্থ, আবুল কাসেম,শাহীন পাঠান, নূরে আলম ভ্ইূয়া, কাউসার আলম খাঁন,মঞ্জুরুল আলম মনজু, ইরান ফরাজী প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন।