শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কয়েকদিন আগে ‘সূর্যবংশী’ সিনেমার শুটিং সেটে বাঁ হাতে আঘাত পান এই অভিনেতা। মুম্বাই মিরর এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েকদিন আগে মুম্বাইয়ে ‘সূর্যবংশী’ সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যের শট দিচ্ছিলেন অক্ষয়। এতে বেশ কয়েকটি স্টান্ট-অ্যাকশন দৃশ্য রয়েছে। এসব দৃশ্যের শট দিতে গিয়েই বাঁ হাতে আঘাত পেয়েছেন অক্ষয়। চিকিৎসককে দেখানোর পর হাতে ব্যান্ডেজ করা হয়েছে। আঘাত গুরুতর হলেও সেট ছেড়ে যাননি এই অভিনেতা। বরং ব্যান্ডেজ বেঁধেই স্টান্ট দৃশ্যের শুটিং শেষ করেন খিলাড়ি কুমার। ‘সূর্যবংশী’ সিনেমায় এটিএস কর্মকর্তা বীর সূর্যবংশী চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। নির্মাতা রোহিত শেঠির সঙ্গে এটি তার প্রথম সিনেমা। এতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করছেনÑরণবীর সিং, অজয় দেবগন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেনÑগুলশান গ্রোভার, অভিমন্যু সিং, সিকান্দার খের প্রমুখ। ২০২০ সালের ২৭ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।